Meditation - 3 years ago - 750 Views - LifeSpring Limited
আচ্ছা, আপনি কতটা কষ্টে আছেন ১ হতে ১০ এর মাঝে যদি নাম্বার দিতে বলি, কত দিবেন নিজেকে?
হয়ত নিজেকে আপনি ৬/৭/৮/৯ বা ১০ দিয়েছেন। এখন যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে খারাপ কি হতে পারে? অনেকেই বলবেন, এখনই আপনি সবচেয়ে খারাপ আছেন!
সত্যিই কি তাই? সারাদিন আমরা নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকি যে কেন এমন হচ্ছে!?
কিন্তু এই যে চিন্তা করার জন্য আপনি সুস্থ আছেন একথা কখনো ভেবেছেন কি?
এই যে মাত্র লেখাটা পড়ছেন চোখ দিয়ে, কত মানুষ আছে অন্ধ ভেবেছেন? রাগ হলে আপনার হয়ত মনের কষ্ট বলার কেউ আছে, কতজনের তাও নেই! বকা দেয়ার জন্য বাবা - মার বেঁচে থাকাও কত বড় দয়া ভেবেছেন? প্রতিদিন সকালে ঘুম থেকে সুস্থ থেকে ওঠাকে কেন এত অবহেলার চোখে দেখছেন?
সবসময় কেন আমরা উপরের দিকে তাকিয়ে হায়-হুতাশ করি? আমাদের চেয়ে কত মানুষ কত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করছেন, তা কেন দেখি না? আমাদের গাড়ি না থাকায় আমরা হতাশ, কিন্তু পা আছে বলে কেন প্রশান্তি লাভ করছি না? আজ আমি-আপনি কথা বলতে পারছি, বেঁচে থেকে এখনো জীবনকে সুন্দর করতে পারি - এটা কি খুব কম কিছু?
আপনি যদি তার পিছে দৌড়ান যা আপনার না, তাহলে যা আপনার আছে তাও থাকবে না।
শেষ কবে তাকে ধন্যবাদ দিয়েছেন যার জন্যে এত কিছু, মনে পড়ে? শেষ কবে নিজের প্রাপ্তিকে স্বীকার করে খুশি হয়েছেন মনে আছে তো?
নিশ্চয়ই আপনার জীবনে উন্নতি লাভের স্পৃহা প্রয়োজন, কিন্তু সাফল্যের প্রতিযোগিতায় যদি বিসর্জন দিতে হয় নিজেরই মানসিক প্রশান্তিকে, তাহলে প্রাপ্ত স্বীকৃতিতে আদৌ সন্তুষ্টি সম্ভব নয়।
এখন যদি আপনাকে নিজের কষ্টকে নাম্বার দিতে বলা হয় কত দিবেন?
Copyright © 2023 | All rights reserved by LifeSpring Limited | Developed by Legend It Institute