কেমন আছেন?

ইচ্ছাশক্তি : এক বিস্ময়কর ক্ষমতা

আশিক, ১৯ বছর। বাবা দিনমজুর, ঘরে ৩ বেলার খাবারও জোটে না। সিনেমার সেই গল্পের মত ল্যাম্পপোষ্টের আলোয় পড়ে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে।

রহিমার স্বামী পরপর ৩টা মেয়ে হওয়ার পর ওকে ছেড়ে চলে গেছে। তার চেষ্টায় তার তিন মেয়ে আজ উচ্চশিক্ষিত।

নুরুলের ২ হাত কাটা চলে গেছে এক অ্যাক্সিডেন্টে। তার পা দিয়ে আঁকা ছবি দেখলে চমকে উঠতে হয়!

আযম এতিম হয়েছে বয়স যখন ৫। রাস্তায় মানুষ হলেও এখন তার এতিমখানায় আশ্রয় পায় ১০,০০০ বঞ্চিত সন্তান।

ভাবছেন কাহিনীগুলোর মাঝে মিল কোথায়!? মিল তাদের একটি মাত্র বৈশিষ্ট্যে - অদম্য ইচ্ছাশক্তি।

মানব জাতির উপর সৃষ্টিকর্তার বিশেষ দান এই ইচ্ছাশক্তি।  ভাবছেন, ইচ্ছা শক্তির জোরে আপনি আসলে কি করতে পারেন? আমি আপনাকে পাল্টা প্রশ্ন করব, আপনি ইচ্ছাশক্তির জোরে কি করতে পারেন না?

নিজের দোষগুলোকে গুনে রুপান্তরিত করার জন্য আসলে আপনার ইচ্ছাশক্তিই যথেষ্ট। নিজেকে অলস থেকে পরিশ্রমী করতে দরকার শুধুই কাজ করার প্রেরনা। সীমাবদ্ধতার দেয়াল ভাঙতে সত্যিই সবচেয়ে প্রয়োজন আপনার ইচ্ছাশক্তি।

তাই ভাগ্যকে দোষারোপ করার আগে একবার ভেবে দেখুন - আপনার শতভাগ চেষ্টা ছিল কি? হতাশাকে আলিঙ্গন করে নেয়ার আগে নিজেকে প্রশ্ন করুন - আসলেই কি আপনার আর কিছু করার ছিল না?

ব্যর্থতার হাজারো কারণ ও অভিযোগ থাকে, কিন্তু সফলতার একটাই কারণ - ইচ্ছা শক্তি।

fascinated 0 Readers
informed 0 Readers
happy 0 Readers
sad 0 Readers
angry 0 Readers
amused 0 Readers

Appointment

01763438148