Meditation - 4 years ago - 997 Views - LifeSpring Limited
মানুষ মাত্রই ভুল। কিছু ভুল ছোট, যেমন - " তাই! আমার তোমার সাথে দেখা করার কথা ছিল!? কই না তো!" কিছু ভুল একটু বড়, যেমন - "তোমার মা আমাকে এই কথাটাই বলছে, আমি শুনছি।" কিছু ভুল অনেক বড়, যেমন- "আমি দেখেই গাড়ি চালাচ্ছিলাম, লোকটা কোত্থেকে সামনে এল আমি জানি না!"
আচ্ছা ধরুন, আসলেই আপনার দেখা করার কথা ছিল, কিন্তু আপনি ভুলে গেছেন। আসলেই তার মা আপনাকে ইঙ্গিত করে কিছু বলেননি। হয়তবা আপনার ট্রাফিক রুলস না মানার মাশুল কাওকে জীবন দিয়ে গুনতে হয়েছে! তখন কি করবেন আপনি?
আমাদের মধ্যে এখন দু'টা ভাগ হয়ে যাবে। এক ভাগ বলবেন -"দুঃখিত! আমার ভুল হয়ে গেছে! এমন ভুল আর হবে না!" আরেক ভাগে কখনোই স্বীকার করবেন না যে তার ভুল হয়েছে। কারণ তার ভুল হতেই পারে না!
এক্ষেত্রে সবচেয়ে সাধারণ যে কথাগুলো দিয়ে দোষ ধামাচাপার চেষ্টা চলে -
~ তুমি আমাকে ভুল বুঝছো
~ তুমিই তো শুরু করলে
~ তোমরা কেউই আমাকে বোঝনা!
~ তুমি সবসময় আমাকে ভুল প্রমাণিত করতে চাও!
কিন্তু সব অন্যের ঘাড়ে চাপিয়ে কি নিজের দোষ থেকে মুক্তি পাওয়া যায়? কেউই তো পছন্দ করে না নিজেকে ভুল প্রমাণিত করতে। কিন্তু এই পরিস্থিতিতে আচরণই আপনাকে সংজ্ঞায়িত করে।
কেন মানতে পারি না আমিও ভুল করতে পারি? 'EGO' নামক শব্দটা কেন আমাদের কাছে সবচেয়ে বড় হয়ে যায়?
সাইকোলজিস্টরা বলেন, কখনোই নিজের ভুল বুঝতে না পারা এবং মানতে না চাওয়া আপনার মানসিক সক্ষমতা নয়, মানসিক দূর্বলতাকে নির্দেশ করে। এটাকে তারা Psychological fragility বা Weak psychological constitution বলে থাকেন।
সব যুক্তিতর্কের ঊর্ধ্বে যদি আপনি নিজেকে ঠিক মনে করেন, তাহলে অবশ্যই আপনি মানসিক ভাবে দুর্বল। আপনার নিজের মনের অনিরাপত্তার জন্যে আপনি বাকিদের দায়ী করছেন।
তুমি ঠিক ছিলে, আমি ভুল। এটা বলতে এত কেন কষ্ট আমাদের? একবার বলেই দেখুন যে ভুলটা হয়তো আপনার ছিল! অর্ধেকের বেশি সমাধান হয়ত বা এই SORRY-তেই লুকানো আছে!
Copyright © 2023 | All rights reserved by LifeSpring Limited | Developed by Legend It Institute