কেমন আছেন?

কৈশোরকালীন অতিরিক্ত রাগ?

আপনি কি জানেন পুনঃ পুনঃ নিজের মেজাজের উপর নিয়ন্ত্রণ হারানো এবং প্রয়োজনের তুলনায় অধিকতর তীব্র রাগ প্রকাশ, মানসিক রোগের লক্ষণ হতে পারে?

Disruptive Mood Dysregulation Disorder এমনই একটি মানসিক রোগ। এ রোগের লক্ষণগুলো হলো -

~ সপ্তাহে ৩দিন বা এর বেশি সময় মেজাজের বিস্ফোরণ হওয়া

~ দিনের অধিকাংশ সময় খিটখিটে ভাব থাকা

~ বাসায়, শিক্ষাপ্রতিষ্ঠান অথবা কর্মক্ষেত্রে আপনার আশেপাশের লোক রাগের তীব্রতা পর্যবেক্ষণ করা

~ অধিকাংশ সময়ই একটি ঘটনায় যতোটুকু রাগ হওয়া স্বাভাবিক, তার তুলনায় বেশি প্রতিক্রিয়া দেখানো

১ বছরের বেশি সময় যাবৎ ৬-১৮ বছরের কোন শিশুর এ সমস্যাগুলো দেখা দিলে তাকে আমরা বলি সংহতিনাশক মেজাজ নিয়ন্ত্রনের সমস্যা বা Disruptive Mood Dysregulation Disorder।

আপনার নিজের বা আপনার সন্তানের এই মানসিক সমস্যা কিন্তু সামান্য চেষ্টাতেই ঠিক হয়ে যেতে পারে। আচরণগুলো সব সময় নিজের ইচ্ছাধীন থাকে না, কখনো এটি কিছু নিউরোট্রান্সমিটারের গরমিল এর জন্য হয়ে থাকে।

আমাদের সতর্ক পদচারণা এবং সুষ্ঠু চিকিৎসায়ই সমাজকে উপহার দিতে পারে একটি সুস্থ জাতি।

fascinated 0 Readers
informed 0 Readers
happy 0 Readers
sad 0 Readers
angry 0 Readers
amused 0 Readers

Appointment

01763438148