Personal Development - 4 years ago - 850 Views - LifeSpring Limited
জীবনের সমস্যার মুখোমুখি হয়নি, এমন মানুষ কি পৃথিবীতে আছে? মনে হয় না! সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে, ঘুমোতে যাওয়া পর্যন্ত, এমনকি কখনোবা ঘুমের মাঝেও আমরা সম্মুখীন হই বিভিন্ন অপ্রত্যাশিত ও আকস্মিক ঘটনার। কিছু ঘটনায় আমরা মানিয়ে নেই, আর কিছু ঘটনা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়!
বিখ্যাত লেখক Charles R. Swindoll বলেছেন "তোমার জীবনের গতিপথ ১০% নির্ভর করে তোমার সাথে কি ঘটেছে তার উপর এবং বাকি ৯০% নির্ভর করে সে ঘটনায় তোমার প্রতিক্রিয়ার উপর।" ভাগ্যের ভূমিকা অনস্বীকার্য নয়, কিন্তু ভাগ্য একাই কিন্তু জীবন নির্ধারক নয়!
আমাদের মূল সমস্যা হলো; হয় আমরা সবকিছু আমাদের নিয়ন্ত্রনে রাখতে চাই, অথবা সবকিছুই ভাগ্যের উপর ছেড়ে দেই। কিন্তু, দুইটি ধারনাই আমাদের জন্য ক্ষতিকর। এই ধারনার কারনেই আমাদের পক্ষের বিপরীতের ঘটনাবলী মানসিক চাপ সৃষ্টি করে এবং জীবন নিম্নমুখী যাত্রাপথে যেতে থাকে।
চলার পথে ৩টি বিশ্বাস আপনাকে সাহায্য করবে -
১. যা আপনার নিয়ন্ত্রণাধীন নয়, তা নিয়ে আফসোস করতে থাকলে, যা আপনার আয়ত্তাধীন তাও হারাবেন।
২. কোন ব্যর্থতাই স্থায়ী নয়, তেমনি কোন নির্দিষ্ট সাফল্য দীর্ঘস্থায়ী হবে না। উভয় ক্ষেত্রেই আপনার প্রতিক্রিয়া আপনাকে সংজ্ঞায়িত করবে।
৩. ব্যর্থতার শেষ বিন্দু থেকে আবার শুরু করুন অধ্যবসায় ও পরিশ্রম দিয়ে। কারণ সাফল্য ও পরিশ্রম একই পয়সার এপিঠ - ওপিঠ; একটি ছাড়া অপরটি অসম্ভব।
আপনার মনোবল বদলে দিতে পারে জীবন!
Copyright © 2023 | All rights reserved by LifeSpring Limited | Developed by Legend It Institute