কেমন আছেন?

মা ও সন্তান : সম্পর্ক বদলের সিঁড়ি

"মা সব জানে,সব বোঝে!"
"মা আমাকে বোঝে না!"
"মা কিছুই বোঝে না!"
'মা কিছু বোঝার চেষ্টাই করে!"

কথাগুলো একই সন্তানের তার মা সম্পর্কে নিজের বিভিন্ন বয়সে করা মন্তব্য। 'মা' - সম্ভবত দুনিয়ার সবচেয়ে মায়াময় শব্দ!  দীর্ঘ ৯ মাস গর্ভে ধারণ থেকে মায়ের কষ্টের শুরু। কখনো আমাদের বুঝতে দেননি, কতটুকু ধৈর্যের সাথে আমাদের বড় করেছেন ; কোন কিছুর বিনিময়ে নয় অথবা নিছক সামান্য সম্মানের বিনিময়ে!

সভ্যতার অগ্রসরে ক্রমশ নারীদের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে; কিন্তু বয়স থেমে থাকছে না। ফলে প্রবীণ মাতার দায়িত্বভার এসে পড়ছে উত্তরসূরীর কাঁধে। কিন্তু এই শেষ সময়, বৃদ্ধার জীবনে আদৌ কি উপহার, নাকি অভিশাপ?

ক'দিন আগের পত্রিকার পাতার একটি খবর নিশ্চয়ই আমাদের নজর কেড়েছে। একজন ৮৫ বছর বয়স্ক অসুস্থ মাকে, তার সন্তান পিটিয়ে বাসা থেকে বের করে দিয়েছেন ; অপরাধ - সন্তানের জন্য রান্না করার তরকারিতে পরিমাণমত লবণ হয়নি! মানবসভ্যতা দ্রুত অগ্রসর হচ্ছে,তাই না?

একে আপনি কি বলবেন- নৈতিক অবক্ষয়, অসহায়ত্ব নাকি নিছক একটি বিচ্ছিন্ন ঘটনা? একে মানসিক অসুস্থতা বললে ভুল হবে কি?

আমাদের মূল সমস্যা আমরা সম্পর্কের সীমারেখা বুঝিনা। শুধু চাহিদা বুঝি, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে জানিনা। যে মায়ের হাত ধরে হাঁটতে শেখা, তার শেষ বয়সের লাঠি হতে আমাদের আপত্তি; যাকে ৫ মিনিট না দেখলে চোখে পানি ঝরতো, আমাদের ৫ মিনিট সময়ের জন্য তার কপোল আজ অশ্রুজলে ভাসে। আমরা বিশ্ব বদলাতে তৈরি, শুধু নিজেকে বদলাতে আপত্তি!

আকাশ আর মাটি সাক্ষী হয়ে মুচকি হাসে, যখন আমাদের সন্তান চক্রে আবর্ত হয়ে কর্মফল ফিরিয়ে দিতে আসে ; কিন্তু আফসোস করার জন্য মা আর থাকে না!
পরিবর্তনের আরম্ভ হোক আজ, এখনই ; এক চিমটি কৃতজ্ঞতা আর মুঠো ভরা প্রাপ্তি নিয়ে, একবার কানে কানে বলে আসি- " ধন্যবাদ মা! আমি তোমাকে ভালবাসি! "

একটি সুস্থ প্রজন্মের মজবুত ভিত্তি গড়ে উঠতে পারে শুধুই সুস্থ পারিবারিক সম্পর্ক দ্বারা। 

fascinated 0 Readers
informed 0 Readers
happy 0 Readers
sad 0 Readers
angry 0 Readers
amused 0 Readers

Appointment

01763438148