কেমন আছেন?

যৌন নিপীড়নঃ বিশ্বাসের মোড়কে অবিশ্বাস Sexual Abuse - The Untold Stories, The Unbearable Sufferings

ছেলেবেলার সেই ভেংগে যাওয়া খেলাঘরটা নিয়ে ওরা কখনো অভিযোগ করেনি আপনার কাছে, আমার কাছে, আমাদের কাছে! দিনের পর দিন, বছরের পর বছর বুকের ভেতরে জমা হওয়া রাগ, ক্ষোভ, ঘৃণা, হতাশা আর অপরাধবোধের সুনামি নিয়ে ওরা মুখ বুজে আছে। চিৎকার করে অনেক না বলা গল্পগুলো বলতে গিয়েও ওরা বুঝে গেছে, কেউ যেন নিজেদের অজান্তে ওদের মুখটা চেপে ধরেছে বারে বারে! বড্ড শক্তিশালী সেই হাতগুলো!

নিরবিচ্ছিন্ন গোপনীয়তায় কোন সমীক্ষায় এদের নাম ওঠে নি! কোন নিউজ পেপারে ওদের জায়গা হয়নি, টিভিতেও খবর আসেনি! সম্মানটা বড় বাঁচা বেঁচে গেছে তাতে! তাই বলে কি আসলেই সেই ক্ষতগুলো মিথ্যে হয়ে গেছে? এই কুচকুচে কালো মেঘের মত কষ্টগুলোর শেষমেষ কি হয় বলতে পারেন? এগুলো কি কান্নার বৃষ্টি হয়ে ঝরে, খুব সহজেই সেরে যায় নিজে নিজে? নাকি স্মৃতিতে জ্বলজ্বলে সেই রাত, সেই সন্ধ্যা বা সেই সকালটা অভিশপ্ত প্রেতাত্মার মত নিজেদের অজান্তে মাথা চাড়া দেয় রোজকার বেঁচে থাকায়? আর কত গল্প জমা হলে ওরা মুখ খুলবে, আমরা মুখ খুলব বলতে পারেন?

আর কত রাত ভোর হলে আসলেই সূর্যটা উঠবে নতুন আশা নিয়ে, বেঁচে থাকার স্বপ্ন নিয়ে বলতে পারেন? আমরা হাঁপিয়ে গেছি! বড় অভিমান এই বেঁচে থাকায়! বড্ড কষ্ট এই চুপ থাকায়! ... শুনতে কি পাও?

হেলপলাইনঃ ০১৭৬৩-৪৩৮১৪৮ [তথ্য ও অ্যাপয়েন্টমেন্ট] ~ সকাল ৯টা - রাত ৯টা | শনি-বৃঃপতি

fascinated 0 Readers
informed 0 Readers
happy 0 Readers
sad 0 Readers
angry 0 Readers
amused 0 Readers

Appointment

01763438148