LifeSpring Limited - 3 years ago - 1280 Views - LifeSpring Limited
একই সাথে সমান তীব্রতার দুর্ঘটনাকবলিত হওয়ার পরেও, কেন আপনি সামলে উঠতে পারছেন কিন্তু আপনার অতি প্রিয়জন পারছেন না? "কিছু না! ঠিক হয়ে যাবে!" এসব বলে আপনি মনের অগোচরে কাছের মানুষটাকে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত করছেন নাতো?
বারবার মারাত্মক তীব্রতায় একই ঘটনা অনুভূত হওয়া, স্বপ্নে বা বাস্তবে কষ্টদায়ক একই স্মৃতি বারবার আসা, দুর্বিষহ সে ঘটনার সাথে জড়িত যেকোনো জিনিস বা মানুষ কাছাকাছি এলে চরম প্রতিক্রিয়া প্রদর্শন - এই ৩টি দেখলে আপনি বুঝবেন তিনি Post Traumatic Stress Disorder এ ভুগছেন।
আপনার সহায়তা এবং যথোপযুক্ত চিকিৎসাই পারে আপনার আপনজনকে কষ্টের কালো দুনিয়া থেকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।
হেলপলাইনঃ ০১৭৬৩-৪৩৮১৪৮ [তথ্য এবং অ্যাপয়েন্টমেন্ট] ~ সকাল ৯টা - রাত ৯টা | শনি-বৃঃপতি
Copyright © 2023 | All rights reserved by LifeSpring Limited | Developed by Legend It Institute